%201st,%202nd%20&%203rd%20Year%20Examination-2021%20Answer%20Sheet%20Re-verification%20Method.png)
ফাজিল (পাস) ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষা-২০২১ এর উত্তরপত্র পুনঃনিরীক্ষণ পদ্ধতি - Fazil (Pass) 1st, 2nd & 3rd Year Examination-2021 Answer Sheet Re-verification Method
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) পাস ১ম ও ২য় ও ৩য় বর্ষ পরীক্ষা-২০২১ এর ফলাফল অদ্য ১৬/১০/২০২৩ খ্রি. তারিখে প্রকাশিত হয়েছে। কোন পরীক্ষার্থী ফলাফল পুনঃনিরীক্ষণ করাতে চাইলে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ফলাফল প্রকাশের ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নির্ধারিত নিয়মে ফি জমাদানের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য প্রতি পত্র তথা প্রতি বিষয় কোডের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা হারে নিম্নলিখিত নিয়ম অনুসরণ করে “অগ্রণী ব্যাংক লি:” এর যে কোন শাখায় অনলাইনের মাধ্যমে টাকা জমা দিতে হবে।
ফি জমাদানের নিয়মালী:
প্রথম ধাপ : www.iau.edu.bd তে প্রবেশ করতে হবে।
দ্বিতীয় ধাপ Payment Option এ ক্লিক করতে হবে।
তৃতীয় ধাপ পুনঃনিরীক্ষণ এ প্রবেশ করতে হবে।
চতুর্থ ধাপ : Exam Name এবং Registration Number সহ প্রয়োজনীয় সকল তথ্য পূরণপূর্বক Submit Option এ ক্লিক করতে হবে।
পঞ্চম ধাপ : Payslip Download করে নিকটস্থ “অগ্রণী ব্যাংক লি:” এর যে কোন শাখায় অনলাইনের মাধ্যমে টাকা জমা দিতে হবে।
ষষ্ঠ ধাপ : ব্যাংকে জমাকৃত অনলাইন ডিপোজিট স্লিপ জমাদানের পরবর্তী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর সরাসরি/ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জমা দিতে হবে।