.jpg)
ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট, রিটেইক ও মান-উন্নয়ন) পরীক্ষা-২০২১ (অনুষ্ঠিতব্য পরীক্ষা-২০২৩) এর সংশোধিত সময়সূচী
Fazil 1st, 2nd and 3rd Year Corrected Routine 2021 (17.May.2023) - ফাজিল ১ম, ২য় ও ৩য় বর্ষের সংশোধিত রুটিন ২০২১ (প্রকাশ: ১৭.০৫.২০২৩)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় পরিচালিত ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট, রিটেইক ও মান-উন্নয়ন) পরীক্ষা-২০২১ নিম্নোক্ত সংশোধিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।
ফাজিল (পাস) ১ম বর্ষ পরীক্ষার সময়সূচী
(পরীক্ষার সময়ঃ সকাল ১০:০০ টা হতে দুপুর ০১:০০ টা পর্যন্ত)
তারিখ | বিষয় কোড | বিষয় ও পত্র শিরোনাম |
---|---|---|
২৯/০৭/২৩ | ১০১ | উলূমুল কুরআন ওয়ালা হাদীস ১ম পত্র (তাফসীরুল কুরআন) |
৩১/০৭/২৩ | ১০২ | উলূমুল কুরআন ওয়ালা হাদীস ২য় পত্র (হাদীস ও উসূলূল হাদিস) |
০২/০৮/২৩ | ১০৩ | উলূমুল কুরআন ওয়ালা হাদীস ৩য় পত্র (আল আকাইদ ইসলামিয়া) |
০৫/০৮/২৩ | ১০৪ | বাংলা (আবশ্যিক) |
ফাজিল (পাস) ২য় বর্ষ পরীক্ষার সময়সূচী
(পরীক্ষার সময়ঃ সকাল ১০:০০ টা হতে দুপুর ০১:০০ টা পর্যন্ত)
তারিখ | বিষয় কোড | বিষয় ও পত্র শিরোনাম |
---|---|---|
৩০/০৭/২৩ | ২০১ | উলূমুল আরাবিয়্যাহ ওয়াশ শরীআহ ১ম পত্র (কমিউনিকেটিভ আরবি) |
০১/০৮/২৩ | ২০২ | উলূমুল আরাবিয়্যাহ ওয়াশ শরীআহ ২য় পত্র (আল ফিকহ) |
০৩/০৮/২৩ | ২০৩ | উলূমুল আরাবিয়্যাহ ওয়াশ শরীআহ ৩য় পত্র (উসূলুল ফিকাহ ও দাওয়াহ) |
০৬/০৮/২৩ | ২০৪ | ইংরেজী (আবশ্যিক) |
ফাজিল (পাস) ৩য় বর্ষ (বি.এ) পরীক্ষার সময়সূচী
(পরীক্ষার সময়ঃ সকাল ১০:০০ টা হতে দুপুর ০১:০০ টা পর্যন্ত)
তারিখ | বিষয় কোড | বিষয় ও পত্র শিরোনাম |
---|---|---|
২৯/০৭/২৩ | ৪১৬ | ইসলামিক স্টাডিজ (১ম পত্র) |
৩১/০৭/২৩ | ৪১৭ | ইসলামিক স্টাডিজ (২য় পত্র) |
০২/০৮/২৩ | ৪১৮ | ইসলামিক স্টাডিজ (৩য় পত্র) |
০৫/০৮/২৩ | ৪১৩ | ইসলামের ইতিহাস (১ম পত্র) |
০৭/০৮/২৩ | ৪১৪ | ইসলামের ইতিহাস (২য় পত্র) |
০৮/০৮/২৩ | ৪১৫ | ইসলামের ইতিহাস (৩য় পত্র) |
০৮/০৮/২৩ | ৪২৮ | আদ-দাওয়াহ আল ইসলামিয়াহ (১ম পত্র) |
০৯/০৮/২৩ | ৪২৯ | আদ-দাওয়াহ আল ইসলামিয়াহ (২য় পত্র) |
১২/০৮/২৩ | ৪৩০ | আদ-দাওয়াহ আল ইসলামিয়াহ (৩য় পত্র) |
১৩/০৮/২৩ | ৪১০ | ইতিহাস (১ম পত্র) |
১৯/০৮/২৩ | ৪১১ | ইতিহাস (২য় পত্র) |
২৬/০৮/২৩ | ৪১২ | ইতিহাস (৩য় পত্র) |
১৭/০৮/২৩ | ৪২২ | ইসলামি দর্শন ও তাছাউফ (১ম পত্র) |
১৯/০৮/২৩ | ৪২৩ | ইসলামি দর্শন ও তাছাউফ (১ম পত্র) |
২১/০৮/২৩ | ৪২৪ | ইসলামি দর্শন ও তাছাউফ (১ম পত্র) |
২০/০৮/২৩ | ৪৩৭ | ইসলামী অর্থনীতি (১ম পত্র) |
২১/০৮/২৩ | ৪৩৮ | ইসলামী অর্থনীতি (২য় পত্র) |
২২/০৮/২৩ | ৪৩৯ | ইসলামী অর্থনীতি (৩য় পত্র) |
বিশেষ নির্দেশাবলী :
- প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে
- ব্যবহারিক বিষয়ের পরীক্ষা সকাল ১০.০০ টা হতে আরম্ভ হবে
- পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৭ (সাত) দিন পূর্বে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবে
- প্রত্যেক পরীক্ষার্থী নিজ নিজ উত্তরপত্রে OMR ফরমে তার পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে কোনো অবস্থাতেই মার্জিন কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না
- ব্যবহারিক সম্বলিত বিষয়ে তত্ত্বীয় ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে
- ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে ও ব্যবহারিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে
- ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে
- প্রত্যেক পরীক্ষার্থী কেবলমাত্র প্রবেশপত্রে বর্ণিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না
- কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবে না এবং কোন পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন ও যে কোনো ধরণের ইলেক্ট্রনিক্স ডিভাইস সঙ্গে রাখতে পারবে না
- পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iau.edu.bd এ পাওয়া যাবে। পরীক্ষা চলাকালীন অন্তত ০২ (দুই) বার (সকাল ও বিকাল) উক্ত ওয়েব সাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, ডাকযোগে পরীক্ষা সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রেরণ করা হবে না