الانشاء : اَلْحَيَاةُ الْقَرَوِيَّةُ فِي بَنْغَلَادِيْشَ | রচনা : বাংলাদেশের গ্রামীণ জীবন | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)
সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীকে গ্রাম ও শহরে রূপান্তর করেছেন। আর রহমত ও শান্তি বর্ষিত হোক নবীদের সরদার হযরত মুহাম্মদ (স)-এর প্রতি, যাঁকে প্রধান গ্রামে (মক্কায়) প্রেরণ করা হয়েছে। আর তাঁর পরিবার ও সকল সাহাবীর প্রতি।
গ্রামীণ জীবন দ্বারা উদ্দেশ্য:
মানুষ দু'অবস্থায় বাস করে। কিছু শহরে বাস করে আর কিছু গ্রামে বাস করে। সভ্যতার সূচনাতে মানুষ গ্রামে বাস করত, তারপর তারা নগর ও শহর . উদ্ভাবন করে। তবে এখনও পৃথিবীর অধিকাংশ মানুষ গ্রামে বাস করে।
বাংলাদেশের গ্রামীণ জীবন :
গ্রামীণ জীবনের দুটি দিক, ভালো ও মন্দ। ভালো হলো- গ্রামে প্রশস্ত মাঠ, সবুজ গাছগাছালি ও নদী পাওয়া যায়। আর মন্দ দিক হলো- অধিকাংশ গ্রামে সড়ক ও বিদ্যুৎ নেই। আর না আছে এখানে বিশ্ববিদ্যালয়, লাইব্রেরি ও অন্যান্য সুযোগ সুবিধা।
গ্রামের অর্থনীতি :
গ্রামের অর্থনীতি কৃষিনির্ভর। কারণ গ্রামের শতকরা ৮৫ ভাগ অধিবাসী কৃষক ।
গ্রামীণ সংস্কৃতি :
গ্রামবাসীরা পল্লিগীতি ও বিভিন্ন ধরনের খেলাধুলা ভালোবাসে। মুসলমানগণ ইসলামী অনুষ্ঠান ও ঈদের জামাতে সমবেত হন। অমুসলিমরা তাদের ধর্মীয় অনুষ্ঠানে সমবেত হয়। তারা খেলাধুলা ও বিশেষ কাজসমূহে ব্যস্ত থাকেন ।
গ্রামীণ জীবনের সমস্যা :
গ্রামীণ জীবনে অনেক সমস্যা রয়েছে; তন্মধ্যে তথায় পর্যাপ্ত মাদরাসা, প্রশিক্ষণ কেন্দ্র, বিশ্ববিদ্যালয়, মেডিকেল সুবিধাবলি, অফিস ও কলেজ নেই। অনেক গ্রামে বিদ্যুৎ পৌঁছেনি। সেখানে পত্রিকা, সাময়িকী ও অন্যান্য জিনিস পাওয়া যায় না।
গ্রামীণ জীবন উন্নয়নের পদ্ধতি :
একে উন্নত করার পদ্ধতি হলো, শিক্ষা, সংস্কৃতি প্রচার, কৃষি ও অর্থনীতির পদ্ধতি উন্নয়ন এবং শহর ও রাজধানীর সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা ।
উপসংহার :
গ্রামের উন্নতি হলো দেশের মূল উন্নতি। কেননা বাংলাদেশে ৮৫% মানুষ গ্রামে বাস করে।
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser. The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.