
দুরূদে হাজারীর ফযীলত
১. এ দুরূদ শরীফ তিনবার কবরস্থানে পাঠ করলে আল্লাহ্ তা‘আলা সেটার বরকতে ৮০ বছরের আযাব ওই কবরস্থান থেকে উঠিয়ে নেন।
২. যে কেউ ২০ বার এ দুরূদ শরীফ পাঠ করে তার সাওয়াব মাতা-পিতাকে দান করে, সে যেন মাতা-পিতার সমস্ত হক্ব আদায় করল এবং আল্লাহ্ তা‘আলা তার মাতা-পিতার কবর যিয়ারতের জন্য এক হাজার ফেরেশতা পাঠিয়ে দেন, তাঁরা ক্বিয়ামত পর্যন্ত উক্ত কাজে নিযুক্ত থাকবেন।
بِسْمِ اللّٰہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
اَللّٰہُمَّ صَلِّ عَلٰی مُحَمَّدٍ مَّادَامَتِ الصَّلٰوۃُ وَصَلِّ عَلٰی مُحَمَّدٍ مَّادَامَتِ الرَّحْمَۃُ وَصَلِّ عَلٰی مُحَمَّدٍ مَّا دَامَتِ الْبَرَکَاتُ وَصَلِّ عَلٰی رُوْحِ مُحَمَّدٍ فِی الْاَرْوَاحِ وَصَلِّ عَلٰی صُوْرَۃِ مُحَمَّدٍ فِی الصُّوَرِ وَصَلِّ عَلٰٓی اِسْمَ مُحَمَّدٍ فِی الْاَسْمَآءِ وَصَلِّ عَلٰی نَفْسِ مُحَمَّدٍ فِی النُّفُوْسِ وَصَلِّ عَلٰی قَلْبِ مُحَمَّدٍ فِی الْقُلُوْبِ وَصَلِّ عَلٰی قَبْرِ مُحَمَّدٍ فِی الْقُبُوْرِ وَصَلِّ عَلٰی رَوْضَۃِ مُحَمَّدٍ فِی الرِّیَاضِ وَصَلِّ عَلٰی جَسَدِ مُحَمَّدٍ فِی الْاَجْسَادِ وَصَلِّ عَلٰی تُرْبَۃِ مُحَمَّدٍ فِی التُّرَابِ وَصَلَّی اللّٰہُ عَلٰی خَیْرِ خَلْقِہٖ سَیِّدِنَا مُحَمَّدٍ وَّعَلٰٓی اٰلِہٖ وَاَصْحَابِہٖ وَاَزْوَاجِہٖ وَذُرِّیَّاتِہٖ وَاَہْلِ بَیْتِہٖ وَاَحْبَابِہٖٓ اَجْمَعِیْنَ بِرَحْمَتِکَ یَآاَرْحَمَ الرّٰحِمِیْنَ -
ওয়া সল্লি ‘আলা- নাফ্সি মুহাম্মাদিন্ ফিন্ নূফ‚-সি ওয়া সল্লি ‘আলা- ক্বাল্বি মুহাম্মাদিন্ ফিল্ ক্বুলূ-বি ওয়া সল্লি ‘আলা- ক্বাব্রি মুহাম্মাদিন্ ফিল্ ক্বুবূ-রি ওয়া সল্লি ‘আলা- রাওদ্বাতি মুহাম্মাদিন্ র্ফি রিয়া-দ্বি ওয়া সল্লি ‘আলা- জাসাদি মুহাম্মাদিন্ ফিল্ ‘আজ্সা-দি ওয়া সল্লি ‘আলা- র্তুবাতি মুহাম্মাদিন্ ফিত্ তুরা-বি ওয়া সোয়াল্লাল্লা-হু ‘আলা- খায়রি খাল্ক্বিহী- সাইয়্যিদিনা- মুহাম্মাদিওঁ ওয়া ‘আলা- আ-লিহী- ওয়া আস্হা-বিহী- ওয়া আয্ওয়া-জিহী- ওয়া র্যুরিয়্যা-তিহী- ওয়া আহ্লি বায়তিহী- ওয়া আহ্হাবা-বিহী- আজ্মা‘ঈ-না বিরাহ্মাতিকা ইয়া- র্আহার্মা রা-হিমী-ন।